kolkata

Apr 25 2023, 11:54

কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে


কলকাতা:কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী। তিনি বলেন, তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আগামীকাল অর্থাৎ বুধবার মামলাটি শুনানির জন্য রাখা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন দ্রুত শুনানি করা সম্ভব নয়, আগামী সোমবার মামলার শুনানির সম্ভবনা।

kolkata

Apr 25 2023, 11:21

संत निरंकारी मिशन द्वारा रक्तदान शिविर का आयोजन


कोलकाता: सद्गुरु माता सुदीक्षा जी महाराज और निरंकारी राजपिता जी के आशीर्वाद से अग्रणी बाबा गुरुबचन सिंहजी की स्मृति में उनकी शिक्षाओं से प्रेरित होकर उनकी शिक्षाओं से प्रेरित होकर, "मानव एकता दिवस" ​​​​के तत्वावधान में आयोजित किया गया। संत निरंकारी चैरिटेबल फाउंडेशन, संत निरंकारी मिशन की सामाजिक शाखा, पूरे भारत में लगभग सभी 99 क्षेत्रों में रक्तदान शिविरों का आयोजन शाखाओं में किया जाता है जहां निरंकारी भक्त और सेवादार स्वेच्छा से आगे आते हैं और रक्तदान करते हैं।

रक्तदान शिविर का आयोजन कोलकाता के पिकनिक गार्डन स्थित संत निरंकारी सत्संग भवन में किया गया, जहां 610 निरंकारी भक्तों ने स्वेच्छा से रक्तदान किया. इसमें से 236 महिलाओं ने रक्तदान किया। एकत्रित रक्त सरकारी अस्पतालों की टीम को नि:शुल्क उपलब्ध कराया जाता है। इससे पूर्व सुबह 6 बजे श्रद्धालुओं ने स्थानीय लोगों को जगाने के लिए पिकनिक गार्डन स्थित एक्रोपोलिस मॉल से संत निरंकारी सत्संग भवन तक बाइक रैली निकाली।

बाल रोग विशेषज्ञ डॉ. एसके चटर्जी ने स्थानीय शिविर का उद्घाटन किया। उन्होंने कहा कि रक्तदान करना लोगों का नैतिक कर्तव्य है और उन्होंने निरंकारी मिशन के भक्तों को उनकी मानवता के प्रति समर्पण के लिए सलाम और प्रशंसा की। उनके अनुसार ऐसी सोच सद्गुरु के आशीर्वाद से ही संभव है यदि वह सद्गुरु की शिक्षाओं के प्रति प्रतिबद्ध हैं। सुश्री लिपिका मन्ना, स्थानीय पार्षद ने समाज कल्याण कार्यों में मिशन की भूमिका की सराहना की और प्रसन्नता व्यक्त की कि उनके क्षेत्र में संत निरंकारी मिशन की एक शाखा है और उन्हें मिशन की सेवा में शामिल होने पर गर्व होगा।

कार्यक्रम में उपस्थित अंचल प्रभारी श्री मोहन प्रसाद साव जी ने कहा कि बाबा गुरुबचन सिंह जी ने एक ओर जहां सत्यवादिता से मानव जीवन को सभी प्रकार के भ्रमों से मुक्त किया, वहीं दूसरी ओर उन्होंने जैसे समाज सुधार की नींव रखी. नेशमुक्ति, सरल विवाह प्रणाली। मिशन के अनुयायी दूरदर्शी बाबा हरदेव सिंह जी के संदेश "रक्त को रगों में नहीं, नाड़ियों में बहने दें" - और माता सुदीक्षा जी महाराज के निर्देशन में वर्तमान सद्गुरु इस विचार को आगे बढ़ाने के लिए निरंतर प्रयासरत हैं। उन्होंने कहा कि मिशन में 1986 में रक्तदान की शुरुआत हुई थी। तब से आज तक 7519 शिविर लगाये गये हैं और भक्तों द्वारा 12,40,000 यूनिट रक्तदान किया जा चुका है और यह अनुशासन लगातार बना हुआ है।

इस मौके पर समाजसेवी संत श्री अर्जन सिंह जी व फील्ड संचालक श्री सुरेश कुमार अगरबल जी सहित अन्य समाजसेवी भी मौजूद रहे।

kolkata

Apr 24 2023, 14:30

*তৃণমূল সাংসদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের*


কলকাতা: হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের প্যাডে গ্রুপ সি নিয়োগের তালিকা পাঠিয়ে ছিলেন। আর সেই তালিকা ধরেই বেআইনি নিয়োগের অভিযোগ। সোমবার বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন।

২৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা।তা অভিযোগ, তার তালিকার প্রার্থীদের নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর নিজের প্যাডে শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি কে সুপারিশ করেন সাংসদ। সিবিআই তদন্তের নির্দেশ পেতে আবেদন।

kolkata

Apr 24 2023, 09:58

*নিজের মাটিতেই পরাজয় কলকাতার নাইট রাইডার্সের*

আবারও আইপিএলে নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস এর কাছে পরাজয় স্বীকার করল কলকাতার নাইট রাইডার্স। আজকেরটা নিয়ে কে কে আর হারল টানা চারটি ম্যাচ। ইডেনে ঘরের মাঠে আজ তারা পর্যূদস্ত ধোনির চেন্নাই সুপার কিংস এর কাছে ৪৯ রানে।

প্রথম ব্যাট করে শিবম দুবে ও অজিঙ্কা রাহানের ব্যাটিং তান্ডবে চেন্নাই তোলে বিশাল ২৩৫ রান। শিবম দূবে পাঁচটি ছক্কার সাহায্যে করেন মাত্র ২০ বলে ৫০ রান। এটি এই আই পি এল তৃতীয় দ্রুততম অর্ধশতরান। আর রাহানে খেলেন অবিশ্বাস্য ২৯ বলে ৭১ নট আউট এর ইনিংস। এই আই পি এল যেন ক্রিকেটার রাহানের পুনর্জন্ম দিল।এই আই পি এল সব ব্যাটসম্যানদের মধ্যে রাহানের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি,প্রায় দুশো! ১৯৯+ ।

এর জবাবে মূলত জেসন রয় লড়াইটা পৌঁছে দিয়েছিলেন বিপক্ষ শিবিরে। তিনি খেলেন মাত্র ২৫ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস। বোঝালেন কেন তিনি এই ফর্মাটে অনত্যম বিশ্বসেরা। এরপর লড়াই করলেন রিঙ্কু সিং ৫৩ রান করে। কিন্তু তা যথেষ্ট ছিলনা ওই বিশাল রান তাড়া করার পক্ষে। আজ ইডেনে আই পি এল এ সর্বাধিক রান হওয়ার রেকর্ড হল। এর আগে ২০১৯ এ কে কে আর করেছিল মুম্বই এর বিপক্ষে ২৩২/২ । আজ সেই রেকর্ড ভাঙল কে কে আর এর বিপক্ষেই। এটাই বোধহয় ধোনির ইডেনে শেষ ম্যাচ। তিনি স্মরনীয় করে রাখলেন বিদায় ক্ষণটিকে।

kolkata

Apr 23 2023, 19:48

*খেলা*


আইপিএলে আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স

কেকেএনবি:আইপিএলের খেলায় আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএল এ মোট ২৯ বার দুই দল মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১৮ বারই জেতে চেন্নাই সুপার কিংস এবং ১০বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। একটি ম্যাচ ছিল অমীমাংসিত। ইতিমধ্যেই আইপিএলের পর পর তিনটি ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স ধোনির থেকে এই ম্যাচ ছিনিয়ে নিয়ে কি জয়ের মূল স্রোতে ফিরতে পারবে ? নাকি মাহেন্দ্র সিং ধোনি তার ক্রিকেট ক্যারিয়ারের সায়ান্নে এসে ইডেন থেকে নাইট রাইডার্সকে হারিয়ে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারবে ? সেটাই দেখার। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 23 2023, 19:46

*চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স*


কেকেএনবি:আইপিএলের খেলায় আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএল এ মোট ২৯ বার দুই দল মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১৮ বারই জেতে চেন্নাই সুপার কিংস এবং ১০বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। একটি ম্যাচ ছিল অমীমাংসিত। ইতিমধ্যেই আইপিএলের পর পর তিনটি ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স ধোনির থেকে এই ম্যাচ ছিনিয়ে নিয়ে কি জয়ের মূল স্রোতে ফিরতে পারবে ? নাকি মাহেন্দ্র সিং ধোনি তার ক্রিকেট ক্যারিয়ারের সায়ান্নে এসে ইডেন থেকে নাইট রাইডার্সকে হারিয়ে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারবে ? সেটাই দেখার। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 22 2023, 17:20

*" আপনি সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন : শুভেন্দু*


রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি এনআরসি ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতার সেই বক্তব্য টুইট করে পালটা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মমতার বক্তব্যের একটি অংশ টুইট করে তাঁর বিরুদ্ধে ইদের অনুষ্ঠান বিষাক্ত করার অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের শুধুমাত্র 'ভোটব্যাঙ্ক' হিসেবেই ব্যবহার করছেন।

টুইটে শুভেন্দু লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। ইদ উল ফিতরে মুসলিম সমাজকে শুভেচ্ছা জানানোর ধরন এইরকম? আপনি তাঁদের শুধুমাত্র নিজের ভোটব্যাঙ্ক হিসেবেই দেখেন? আপনি সকালেই তাঁদের অনুষ্ঠানকে বিষাক্ত করেছেন। সাম্প্রদায়িক রাজনীতির জন্য আজ হোক কী কাল, আপনাকে ভারী মূল্য চোকাতে হবে।"

kolkata

Apr 21 2023, 17:00

*নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়ঃ তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই হানা*

তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হানা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সিবিআইয়ের একটি দল তেহট্টে কড়ুইগাছিতে পৌঁছয়। সঙ্গে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাপস সাহার। যদিও পাল্টা তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভুল।

সেই তাপসের বাড়িতেই এদিন হানা সিবিআইয়ের। ঠিক এভাবেই গত শুক্রবার তৃণমূলের আরেক বিধায়ক মুর্শিদাবাদের বড়ঞার জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয় সিবিআই। আপাতত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক। এবার শাসকদলের আরেক বিধায়কের বাড়িতে সিবিআই।

kolkata

Apr 21 2023, 16:59

*জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করল সিবিআই*

শেষ হলো তৃণমূল বিধায়কের সিবিআই হেফাজতের মেয়াদ। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আবার আদালতে পেশ করল সিবিআই। বিধায়ককে আরো পাঁচ দিনের হেফাজতে চাইলো সিবিআই। "অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে তুলেছেন কোটি কোটি টাকা", নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে এমনটাই দাবি করলো সিবিআই। দাবি, ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন তিনি।

পাশাপাশি যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাদের টাকা পাঠানো হয়েছে। সিবিআই আধিকারিকদের দাবি, চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। তল্লাশির সময়ে প্রচুর নথি পাওয়া গেছে। "যে নথি পাওয়া গিয়েছে সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়", জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা দিলেন বিচারক।

kolkata

Apr 21 2023, 16:49

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআই নির্দেশ হাইকোর্টের


কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার অয়ন শীলের কাছ থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআইও বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। অয়ন শীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার করেছে ইডি সেই সূত্র ধরে তদন্ত করতে পারবে সিবিআই।

আগামী ২৮ এপ্রিল সিবিআই তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করবে সিবিআই। আদালতের নির্দেশ, ডিজি এবং মুখ্যসচিবকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বিচারপতি বলেন, সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছে। আর অর্পিতা মুখোপাধ্যায়েরদের কাছে এত টাকা আসে কোথা থেকে।

তাঁর মন্তব্য, একাংশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে কোটি কোটি টাকা। আসছে কোথা থেকে সেটা জানা দরকার।এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা আছে। তাঁর প্রশ্ন, এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিয়েছিলেন? দেশের মালিক জনগণ। দুটো, চারটে, পাঁচটা ব্যাবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না। দেশের আসল মালিক তার জনগণ।

সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, এই ব্যাপক দুর্নীতির তদন্ত আর কতজন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান। শেষ দুমাসের থেকে সিবিআই ভালো কাজ করছে। ইডিও বুদ্ধিমত্তার সঙ্গে ভালো কাজ করছে বলে মন্তব্য করেন বিচারপতি।